রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত নানিয়ার চর উপজেলাধীন ৩নং বুড়িঘাট ইউনিয়ন, ৭৮নং বগাছড়ি মৌজা, রামহরি পাড়া গ্রামে অবস্থিত মহাপুরম উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীযুক্ত বাবু-চিত্ত কিশোর লারমা মহোদয় (মানবেন্দ্র নারায়ন লারমা ও জ্যােতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা’র বাবা) ১৯৩৩খ্রীঃ বিদ্যালয়টি ছোট মাউরুম নদীর তীরে ME( MEDLE ENGLISH) বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করেন।
ছোট মাউরুম নদীর তীরে অবস্থিত বলে বিদ্যালয়টির নামকরন করা হয় ছোট